বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার হাট গাঙ্গোপাড়া ডিগ্রী কলেজে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১:৩০ ঘটিকার সময় হাট গাঙ্গোপাড়া ডিগ্রী কলেজে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি করা হয় । মাগুরায় ৮ বছরের শিশু আছিয়াকে ধর্ষন ও দেশব্যাপী নারী নির্যাতন ও স্কুল কলেজের শিক্ষার্থী হেনস্তার প্রতিবাদে মূলত রাজশাহীর বাগমারা উপজেলার হাট গাঙ্গোপাড়া ডিগ্রী কলেজের ছাত্র দলের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক ঘোষিত দেশব্যাপী নারীদের উপর সহিংসতা,নিপীড়ন,ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারের প্রতিবাদে হাট গাঙ্গোপাড়া ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে এই মানববন্ধন।
কর্মসূচিতে বাগমারা উপজেলা ছাত্রদলের ব্যানারে এ সময় উপস্থিত ছিলেন হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা মো কামরুল হাসান, নাভিদ উল ইসলাম, আতিকুর ছাত্রদল নেতা মো রাকিবুর রহমান, মো আসিফ হোসেন, মো সোহেল রানা সহ স্থানীয় জনতা ও অংশ গ্রহণ করেন।