গ্রাম বাংলা ডেস্ক ঃ
বগুড়ার আদমদীঘিতে একাধিক মাদক মামলার পলাতক আসামীসহ দুই মাদক কারবারিকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (১৫ মার্চ) রাতে উপজেলার হবিরমোড় নামক স্থানে বিক্রির সময় ১০০পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার ভাটকুড়ি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে ঈদুল হোসেন (৩৫) ও একই গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে আসাদুজ্জামান রুপক (৩২)। রুপকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
পুলিশ জানায়, গত শনিবার রাত আড়াইটার দিকে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার সান্তাহার হবিরমোড় নামক স্থানে মাদকদ্রব্য বিক্রি করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্ততে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বকুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ঈদুল হোসেন ও আসাদুজ্জামান রুপক হোসেনকে আটক করে তাদের পরিহিত প্যান্টের পকেটের ভিতর থেকে ৫০ পিস করে ১০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে গতকাল রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এর মধ্যে আসাদাজ্জামান রুপকের বিরুদ্ধে আক্কেলপুর ও আদমদীঘি থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। সে পলাতক ছিল।