
মাহাবুর রহমান মনি, স্টাফ রিপোর্টার:
রাজশাহীর বাগমারার যোগীপাড়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ মার্চ, বৃহস্পতিবার বিকেলে ভটখালী দ্বী-মুখী ইসলামীয়া আলিম মাদ্রাসা মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
যোগী পাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম রনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাষ্টার মোঃ এনামুল হক এর উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ডি এম জিয়াউর রহমান জিয়া, উপজেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক মোঃ কামাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান আহবায়ক কমিটির সদস্য উপাধ্যক্ষ মোঃ আব্দুস সোবহান।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য প্রদানকালে উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন বলেন, যোগী পাড়া ইউনিয়ন একটি সুনাম ধন্য ইউনিয়ন। এই ইউনিয়নেই জন্মেছিলেন বাগমারার কৃতি সন্তান এবং সাবেক সংসদ সদস্য মরহুম আবু হেনা। আমি শুধু বলতে চাই, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত। তাঁরই সুযোগ্য উত্তরসূরী জনাব তারেক রহমান বলেছেন, “সূদৃঢ় ঐক্য, রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র”। সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে চাইলে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, আমাদের মধ্যে যতই দ্বিধা বিভক্তি থাকুক, কেন্দ্র থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে আমরা তার পক্ষেই একযোগে কাজ করে তাকে বিজয়ী করব ইনশাআল্লাহ।
অদ্য ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য প্রদানকালে উপজেলা বিএনপির আহ্বায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া বলেন, মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হচ্ছে মাহে রমজান মাস। এই রমজান মাসে, ত্যাগের মাসে ধৈর্য ধারণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তাই অতীতে আমাদের যে ভুলত্রুটিগুলো ছিল সেগুলো শুধরে আমরা নতুনভাবে একযোগে, একত্রে আগামীর পথ চলব।
তিনি আরও বলেন, ১৭ বছর আমাদের উন্মুক্তভাবে কথা বলার উপায় ছিল না। আজকে যখন কথা বলার সুযোগ তৈরি হয়েছে তখন আরেকটি দল আমাদের দলের বিরুদ্ধে চক্রান্ত করা শুরু করেছে। তাই আমরা বাগমারা উপজেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে আগামীতে কাজ করবো এবং মনোনয়ন প্রাপ্তি সাপেক্ষে একসাথে কাজ করে এই আসনে আমরা বিজয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ও কাচারী কোয়ালিপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাষ্টার মোঃ আব্দুল গাফফার, তাহেরপুর পৌর বিএনপি’র সভাপতি আ ন ম শামসুর রহমান মিন্টু , সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও নরদাস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন। আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদুর রহমান মিলন (চেয়ারম্যান), যোগী পাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বাবর আলী, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম টুটুল, যুবদল নেতা আতিকুর রহমান জর্জ।
আরও উপস্থিত ছিলেন, যুবদল নেতা বজলুর রহমান রকেট, জাফরুল ইসলাম, মাষ্টার মোঃ ফরিদুল ইসলাম,
খন্দকার মোহাম্মদ দুলাল হোসেন, প্রভাষক মোঃ জিয়াউর রহমান জিয়া, মাষ্টার মোঃ গোলাম মোস্তফা মিন্টু, ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আলম, নরদাস ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রাজ্জাক, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহাদাত হোসেন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন।
উক্ত অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে সার্বিক সহযোগিতা প্রদান করেছেন, অত্র ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের মোঃ আবু বকর সিদ্দিক, মোঃ নয়ন, আসাদুল ইসলাম, শাজাহান, আক্তার হোসেন, চাঁন মোহাম্মদ, কৃষক দল নেতা মোজাফফর হোসেন, নজরুল ইসলাম খাঁন, মাষ্টার মোঃ আমিনুল ইসলাম, মাষ্টার মোঃ মাসুদ রানা প্রমূখ।
অদ্যকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ইফতারের পূর্ব মুহূর্তে মোনাজাত পরিচালনা করেন, মাওলানা মোঃ জিয়াউর রহমান ।