সম্পাদকীয়
সাহিত্য ম্যাগাজিন ও সংস্কৃতিকে যতই অবহেলা করুন না কেন তার অবদান কিন্তু মোটেও কম নয়। বর্তমান যুগে অত্যাধুনিক এই সভ্যতার পেছনে সাহিত্য ম্যাগাজিনের ভূমিকা কিছুটা হলেও ছিল আজও আছে এবং ভবিষ্যতেও থাকবে । কেউ যদি একে বস্তা বন্দী করে রাখতে চান তা কিন্তু মোটেও সম্ভব নয় , কেননা এটা যেখানে রাখুন না কেন সব সময়ই তা আপন আলোয় উজ্জ্বল হয়ে ফুটে উঠবে। "দৈনিক গ্রাম বাংলা ২৪" ২০০৬ সালে প্রথম "মাসিক গ্রাম বাংলা" হিসেবে আত্মপ্রকাশ করে ।
সুদীর্ঘ একুশ বছর যাবৎ আপনাদের সহযোগিতায় আজ পর্যন্ত টিকে আছে। গত প্রায় এক বছর যাবৎ এটি একটি অনলাইন নিউজ পোর্টাল রুপে প্রচারিত হয়ে আসছে। এই কাজটি আমার একার পক্ষে সম্ভব হতো না। গ্রাম বাংলার শুরু থেকে আজ পর্যন্ত যারা আমাদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করেছেন আমি তাদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করে যাব জন্ম জন্মান্তরে। বাগমারায় সাহিত্য প্রেমিক মানুষের সংখ্যা হয়তো বা কম, কিন্তু তারপরও আপনাদের কাছ থেকে যেরূপ সাড়া পেয়েছি তাতেই মনে হয়েছে আমাদের কলম চলতেই থাকবে সব সময়।
সম্মানিত পাঠক, পাঠিকা ও আমার প্রাণপ্রিয় জন্মভূমি বাগমারা বাসি, আসুন আমরা গ্রাম বাংলা ও গ্রাম বাংলার মেহনতী মানুষের পাশে দাঁড়ায়। যাদের ময়লা ও ছেঁড়া পোশাকের কারণে আমাদের গায়ে আজ রঙ্গিন পোশাক, যাদের ভাঙ্গা চশমার অবদানে আমাদের চোখে এখন রঙিন চশমা, তুষারপাত ও ঘন কুয়াশার মাঝে সার্বক্ষণিক যাদের বিচরণ, শরীরে একটা গরম কাপড় পর্যন্ত জোটে না, তাদের শরীর কি পাথরে গড়া ?
পক্ষান্তরে আমরা দেশি-বিদেশি গরম লেপ-কম্বলের ভেতরে মুখ লুকিয়ে ভোর বেলায় যাকে এক কাপ গরম চা আনার জন্য হুকুম করি, তার শরীরটা কি দিয়ে জড়ানো ছিল সেদিকে লক্ষ্য করেছিলাম কি একবারের জন্য? আসুন তাদের জন্য, গ্রাম বাংলার অসহায় মানুষের জন্য একটু সহানুভূতিশীল মনোভাব পোষণ করি । তাঁদের বীরত্বের স্বীকৃতি দিয়ে জীবনের ঊষা লগ্ন পর্যন্ত তাঁদের পাশে থাকি। "দৈনিক গ্রাম বাংলা ২৪" সম্পূর্ণ নতুন আঙ্গিকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল। এই নিউজ পোর্টাল বাংলার খেটে খাওয়া মেহনতি জনতার কথা বলে, সত্য প্রকাশে আপোসহীনভাবে সদা জাগ্রত থাকে। তাই আমাদের প্রত্যাশা "দৈনিক গ্রাম বাংলা ২৪" এর সাথে যুক্ত থাকুন সত্য জানুন, সত্য উদঘাটনে সহযোগিতা করুন সেই উদাত্ত আহবান সকলের কাছে। ধন্যবাদ।