গ্রাম বাংলা ডেক্স রিপোর্টার ঃ
জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলায় ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা: ফজলে রাব্বির সভাপেিত্ব সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজ। আবাসিক মেডিক্যাল অফিসার ডা: আব্দুল হালিমের সঞ্চলনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম প্রধান, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক শহিদুল ইসলাম, মামুন হোসেন, ফরহাদ হোসেন, থানার উপ পরিদর্শক আরাফাত হোসেন প্রমুখ। অত্র উপজেলার আগামী ১৫ মার্চ সকাল থেকে ৬ মাস থেকে ৫ বছর বয়সি মোট ২২ হাজার শিশুদের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা: ফজলে রাব্বি ।